কালিয়াচক

কাপড়ের ব্যাগ তৈরির দোকানে আগুন! চাঞ্চল্য কালিয়াচকে

 

এক কাপড়ের ব্যাগ তৈরির দোকানে আগুন লাগার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল শুক্রবার। যদিও আগুনের বিভীষিকা ছড়িয়ে পরার আগেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    জানা যায়, এদিন সকালে কালিয়াচকের চৌরঙ্গী এলাকায় থাকা এক কাপড়ের ব্যাগ তৈরির দোকানে হঠাৎ করে আগুন লাগার ঘটনা দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। এরপর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ব্যাগের দোকান সহ আশপাশের দোকানগুলি। বাজি-পটকা থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বাসিন্দাদের।